রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

উভয় পুঁজিবাজারে সূচকের প্রত্যাশিত উত্থান

প্রকাশঃ

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন। টানা পতনের পর আজ বৃহস্পতিবার সকালের লেনদেনের এই ইতিবাচক চিত্র পুঁজিবাজারের যোগ হতে পারে বেশ কিছু পয়েন্ট।

সকালে লেনদেন শুরুর দুই ঘন্টার সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩১ কোটি ১১ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৯৪ টাকার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, উল্লেখিত সময়ে ডিএসইতে ৩২ হাজার ৪৩১ বারে ৩ কোটি ৮২ লাখ ৫৮ হাজার ৮৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৪৮টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানি।

ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়া সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬১ পয়েন্টে।

অপরদিকে উল্লেখিত সময়ে সিএসই সার্বিক সূচক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪৯ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ