শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঋণ বিতরণে শতভাগ সফলতা অর্জনের জন্য প্রশংসা পত্র পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

প্রকাশঃ

১৮ মে ২০২২ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ. এন. হামিদুল্লাহ কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে শতভাগ সফলতা অর্জনের জন্য প্রশংসা পত্র পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোর মধ্যে উক্ত স্কিমের আওতায় ঋণ বিতরণে শতভাগ সফল ১৭টি ব্যাংককে প্রশংসা পত্র প্রদান করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আব্দুল আজিজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির-এর নিকট থেকে উক্ত প্রশংসা পত্র গ্রহণ করেন।

২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরে কোভিড-১৯ মহামারির কারণে দেশের অর্থনৈতিক কর্মকান্ড উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায় এবং খাদ্য উৎপাদন হ্রাসসহ বিভিন্ন সংকটময় পরিস্থিতি তৈরী হওয়ার আশঙ্কা তৈরী হয়। এপ্রেক্ষিতে দেশের অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতা বজায় রাখতে এবং খাদ্য উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে ৫,০০০.০০ (পাঁচ হাজার) কোটি টাকার একটি প্রণোদনামূলক বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করে। উক্ত স্কিমের আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অনুকূলে বরাদ্দকৃত ৬০.০০ (ষাট) কোটি টাকার বিপরীতে স্কিমের নির্ধারিত মেয়াদ শেষে শতভাগ (১০০%) ঋণ বিতরণ করতে সক্ষম হওয়ার স্বীকৃতিস্বরূপ উক্ত সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব এ. কে. এম সাজেদুর রহমান খান, কৃষি ঋণ বিভাগের নির্বাহী পরিচালক জনাব মোঃ আওলাদ হোসেন চৌধুরী, কৃষি ঋণ বিভাগের মহা-ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল হাকিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ