সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন

প্রকাশঃ

এক্সিম ব্যাংকর চট্টগ্রাম অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক, নির্বাহী এবং কর্মকর্তাদের অংশগ্রহনে ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ সেপ্টেম্বর ২০২৩) তারিখে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসীম উদ্দীন ভূঞা, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান চেীধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন বর্তমান সময়ে ব্যাংকিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন । একই সাথে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করে বার্ষিক লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ