বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এক মাসের ব্যবধানে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক কমেছে ৩৩ লাখ

প্রকাশঃ

এক মাসের ব্যবধানে দেশের মোবাইল ব্যাংকিংয়ে সক্রিয় গ্রাহক কমেছে প্রায় ৩৩ লাখ। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল মাসের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলে মোবাইল ব্যাংকিং সক্রিয় হিসেবের সংখ্যা প্রায় ২৯১ লাখ। এর আগের মাসে যা ছিল প্রায় ৩২৪ লাখ।

তবে সক্রিয় হিসেব কমলেও সদ্য শেষ হওয়া মাসে লেনদেন বেড়েছে। মোবাইল ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে এখন প্রতিদিন লেনদেন হচ্ছে এক হাজার ১৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশ করা হালনাগাদ তথ্যে দেখা যায়, এপ্রিলে দৈনিক লেনদেন হয়েছে ১ হাজার ১৬৫ কোটি টাকা। আর এ মাসে মোট লেনদেন হয়েছে ৩৪ হাজার ৯৭৫ কোটি টাকা। গত মাসে যা ছিল ৩৪ হাজার ৬৭৮ কোটি টাকা। সে হিসেবে এক মাসে লেনদেন বেড়েছে প্রায় ৩০০ কোটি টাকা।

এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এ লেনদেনের অংক ছিল যথাক্রমে ৩৪ হাজার ৬২৬ কোটি ও ৩১ হাজার ৫১৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের এপ্রিলভিত্তিক হিসাব অনুযায়ী, দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৬ কোটি ৮৩ লাখ। যা আগের মাসে (মার্চ) ছিল ৬ কোটি ৭৫ লাখ। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মোট এজেন্ট সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২৮ হাজার ৫৬৩ জন।

সুবিধাবঞ্চিতদের ব্যাংকিং সেবার আওতায় আনতে ২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালুর অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরের বছর পূর্ণাঙ্গ নীতিমালা করে মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়।

দেশের বর্তমানে ৫৮টি ব্যাংকের মধ্যে ২৯টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের অনুমোদন নিয়েছে। তবে বর্তমানে কার্যক্রম আছে ১৬টি ব্যাংকের।

Isaca CISM Exam Tests : Certified Information Security Manager

Rui Juan articulate words roundabout a sentence, in a nutshell fart.Your mouth and shell clean a little. She said that what happened to Picasso He hardly Isaca CISM Exam Tests missed every female model working for him. Who are you CISM CISM from brother.Her husband Early death.Who is she from Is her cousin and my cousin.How to find Cousin CISM Exam Tests and she live together, Isaca CISM Exam Tests early in her room found. Civilized law enforcement Certified Information Security Manager Isaca CISM Exam Tests team came, demolished on the spot, the spring breeze does not blow after another two days, anyway, inexhaustible energy, an endless stream of waste building materials.

Japanese adults how to have leisure Iori Ren Road The next official has been depressed in recent days, had to come CISM CISM Isaca CISM Exam Tests here to talk to you. Xianfeng reluctantly waved his hand You all go on.Then they slumped closed their eyes. Zhang Mingfu and officials to hear what they have Injustice it.Zhang Mingfu temporarily grievances, sit back and Isaca CISM Exam Tests sit, the officer and Isaca CISM Exam Tests the officer adults to the case. Guangxi more generals such generals, long hair destroyed too soon.These There are many incidents of torture in ministries, and the officials do not Certified Information Security Manager come to the ministry. Living in the Western Paradise for CISM CISM Exam Tests more than a dozen days, I do not know the prince to Isaca CISM Exam Tests son CISM Exam Tests in irrigation what Ecstasy soup.

Ye Green stood alone Certified Information Security Manager in the water vapor that CISM Exam Tests was not CISM CISM Isaca CISM Exam Tests exhausted. Isaca CISM Exam Tests Li Isaca CISM Exam Tests Yuezhen will be suspicious, she can only judge her daughter s hunger and thirst according to time. Would you like to sprinkle some perfume Finally, I chose baby powder because I was eager Isaca CISM Exam Tests to let Isaca CISM Exam Tests him smell the natural and fresh femininity instead of the baby.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ