সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ঋণ বিতরণে এগিয়ে ব্র্যাক ব্যাংক

প্রকাশঃ

দেশে ২০১৪ সালে সর্বপ্রথম ব্যাংক এশিয়ার মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। বর্তমানে ২৯টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে। এর মাধ্যমে ঋণ দিচ্ছে ১১ ব্যাংক। এজেন্ট ব্যাংকিংয়ে আমানত সংগ্রহের চেয়ে এখন ঋণ বিতরণে বেশি গুরুত্ব দিচ্ছে কিছু ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যমতে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ ব্যাংকের দেওয়া ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৫৬৮ কোটি টাকা। আর আমানত সংগ্রহের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ৮ হাজার ৫০৩ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে ২০১৮ সালের সেপ্টেম্বরে। ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম রয়েছে দেশের ৬৪ জেলাতেই। তাদের এজেন্ট সংখ্যা বর্তমানে ৭০৫। ২০২১ সালের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে ২ হাজার ৫৬৮ কোটি টাকার ঋণের বিপরীতে আমানত ছিল ৫৩৭ কোটি টাকা।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, এজেন্ট ব্যাংকিং ঋণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা হচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ে আমানত সংগ্রহের তুলনায় ঋণ বিতরণে জোর দিচ্ছে বেশ কিছু ব্যাংক।

আরও পড়ুন : নবায়নকৃত আমদানিপত্র ছাড়া এলসি খোলা যাবে না

এর মাঝে রয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া, ডাচবাংলা, আল-আরাফাহ্, মিউচুয়াল ট্রাস্ট, ইসলামী ব্যাংক, এনআরবি, যমুনা, মধুমতি এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এসএমই, কৃষি ও ভোক্তা ঋণ দিচ্ছে ব্যাংকগুলো। এ ঋণের সুদের হার ৯ শতাংশ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ