শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এনআরবিসি ব্যাংকের টাউন হল সিটি মিটঃ চট্টগ্রাম অঞ্চল ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সকল শাখা ও উপ-শাখার ব্যবসায়িক প্রবৃদ্ধি ও দিক নির্দেশনা রূপায়নে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড টাউন হল সিটি মিট ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১৭-১৮ জানুয়ারী ২০২০ইং তারিখ চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে উক্ত অনুষ্ঠান অনুর্ষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম পারভেজ তমাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক জনাব মোহাম্মদ আদনান ইমাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব এ এম সাইদুর রহমান, পরিচালক জনাব লকিয়ত উল্লাহ, পরিচালক জনাব একেএম মোস্তাফিজুর রহমান, পরিচালক জনাব মোহাম্মদ মনজুরুল ইসলাম এবং বিকল্প পরিচালক জনাব ডা. কুতুব উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোঃ মুখতার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী মোঃ তালহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম, এসইভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান জনাব কবির আহমেদ, এসইভিপি ও সিএফও জনাব হারুনুর রশিদ, এসইভিপি ও রিটেইল বিভাগের প্রধান জনাব হাফিজ ইমরোজ মাহমুদ, ইভিপি ও ফিনান্সসিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান জনাব কাজী মোঃ শাফায়েত কবির, ভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান জনাব জনাব হায়দার আখলাক, ভিপি ও সিকিউরিটি ম্যানেজম্যান্ট বিভাগের প্রধান জনাব ফরহাদ সরকার, এফভিপি ও কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মোঃ রুহুল আমিন।

চেয়ারম্যান জনাব এস এম পারভেজ তমাল বলেন এনআরবিসি ব্যাংক হবে গণমানুষের ব্যাংক এবং আশাবাদ ব্যক্ত করেন ব্যাংকিং সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। তিনি বলেন এনআরবিসি ব্যাংকের আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইং এর মাধ্যমে এ মাসেই গ্রাহকসেবা প্রদান করবে।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রেমিটেন্স সেবা, বিআরটিএ বিল কালেকশন, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া, এই সকল সেবা এক সাথে পেতে রয়েছে মোবাইল অ্যাপ ‘‘প্লানেট’’।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ