সোমবার, ১২ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

এনআরবিসি ব্যাংকে ঋণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ

এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ঋণ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ৮মে বৃহস্পতিবার ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ ও হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, দক্ষ জনশক্তি একটি ব্যাংকের প্রধান সম্পদ। ব্যাংকের ঋণ শৃঙ্খলা বজায় রাখা এবং ঋণ সংক্রান্ত ঝুঁকিগুলো কমিয়ে গুণগত ঋণ বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকারদের ঋণ সংক্রান্ত বিষয়ে যত বেশি সচেতন করা সম্ভব হবে ব্যাংকের গুণগত মানসম্পন্ন সম্পদ তত বৃদ্ধি পাবে। তাই প্রশিক্ষণের এই কর্মকান্ড আরো জোরদার করা হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ