মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশাল রিস্ক ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স’ বিষয়ক দিনব্যপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ঢাকা অঞ্চলের শাখা সমূহের সংশ্লিষ্ট ডেস্কে কর্মরত কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণে অংশ নেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান প্রশিক্ষণটি উদ্বোধন করেন। তিনি পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স অনুসরণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। প্রশিক্ষণে মূল বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী । একই ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক আহমেদ যুবায়ের মাহবুব প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন। মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও এসভিপি শামীম আহমেদ প্রশিক্ষণের সমাপনী সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।