বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওর অনুমোদন পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় কোম্পানিটিকে এ অনুমোদন দেয়া হয়েছে।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। উত্তোলিত টাকায় এলপিজি ব্যবসা সম্প্রসারণ করবে। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ৪৫ টাকা ১৫ পয়সা, এনএভিপিএস ৩০ টাকা ২০ পয়সা। এর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনার্জিপ্যাক মূলত একটি কর্মী মালিকানাধীন প্রতিষ্ঠান। এর উল্লেখযোগ্য শেয়ারের মালিক এ প্রতিষ্ঠানটির কর্মীরা। সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে কর্মীদের মধ্যে মুনাফার বিষয়টি বণ্টন করা হয়ে থাকে। যাত্রার শুরু থেকেই এনার্জিপ্যাক কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সবার মাঝে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।