রবিবার, ৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

‘এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড’ -এর লেনদেন শুরু

প্রকাশঃ

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে ‘এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের’ আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবন এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর ঢাকাস্থ অফিসে পৃথক দুটি অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনানশিয়াল অফিসার জনাব কে. এম. মহিউদ্দিন আহমেদ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার জনাব খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার জনাব মোহাম্মদ মেহেদি হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিসমূহে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম শফিউর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক জনাব আব্দুল হালিম চৌধুরীসহ স্ব স্ব প্রতিষ্ঠানের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন্ডটির মোট ইস্যুর পরিমান ৫৭১ কোটি টাকা, যার মধ্যে ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং অবশিষ্ট ৩১ কোটি টাকা পাবলিক ইস্যুর মাধ্যমে সংগৃহীত হয়েছে। আকারের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বন্ডগুলোর মধ্যে এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের অবস্থান দ্বিতীয় বৃহত্তম।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ