বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি’র গ্লোবাল বিজনেস ম্যাগাজিন কর্তৃক ‘বেস্ট এসএমই ব্যাংক বাংলাদেশ ২০২৩’ পুরষ্কার অর্জন

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংক, গ্লোবাল বিজনেস ম্যাগাজিন কর্তৃক ‘বেস্ট এসএমই ব্যাংক বাংলাদেশ ২০২৩’ উপাধিতে ভূষিত হয়েছে। এই স্বীকৃতি বাংলাদেশে কুটির, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে সেবা প্রদানের ক্ষেত্রে এমটিবি’র দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।

এপ্রসঙ্গে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “গ্লোবাল বিজনেস ম্যাগাজিন কর্তৃক এই সম্মানজনক স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত।” তিনি আরো বলেন – “এই স্বীকৃতি আমাদের সিএমএসএমই গ্রাহকদের উদ্ভাবনী আর্থিক সমাধান এবং ব্যতিক্রমী পরিষেবা প্রদানের লক্ষ্যে আমাদের টিমের কঠোর পরিশ্রম, ত্যাগ এবং অধ্যাবসায়কে প্রতিফলিত করে। এটি আমাদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক, এবং বাংলাদেশের সেরা এসএমই ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়ে আমরা সত্যিই গর্বিত।”

বাংলাদেশে সিএমএসএমই প্রবৃদ্ধির ক্ষেত্রে এমটিবি’র প্রয়াস গ্লোবাল বিজনেস ম্যাগাজিন এবং ডিজিটাল ব্যাংকার সহ বিভিন্ন মর্যাদাপূর্ণ স্থানীয় ও বৈশ্বিক সংস্থা দ্বারা স্বীকৃত হয়েছে। ব্যাংকটি তার উদ্ভাবনী পরিষেবা, গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং এসএমই খাতের উন্নয়নে অবদানের জন্য ধারাবাহিকভাবে প্রশংসা অর্জন করে এগিয়ে চলেছে।

বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য ব্যাংকগুলোর মধ্যে একটি হিসেবে, এমটিবি সিএমএসএমই খাতে একটি নির্ভরযোগ্য আর্থিক অংশীদার হওয়ার এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ