মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), মাশরেক ব্যাংকের সাথে সফলভাবে ইউএসডি ৫৫ মিলিয়ন ১ বছর মেয়াদী ডুয়াল ট্রাঞ্চ সিন্ডিকেটেড ফাইন্যান্সিং সুবিধা সফলভাবে সম্পাদন করেছে। উল্লেখ্য মাশরেক ব্যাংক জিসিসি, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া এবং আফ্রিকার শীর্ষস্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠান।
উক্ত ফ্যাসিলিটি জিসিসি, আফ্রিকা এবং ইউরোপে ছড়িয়ে থাকা ৭টি আর্থিক প্রতিষ্ঠান দ্বারা সাবস্ক্রাইব করা হয়েছিল যার মধ্যে রয়েছে দ্য ইসলামিক কর্পোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ প্রাইভেট সেক্টর (“আইসিডি”), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের বেসরকারি খাত শাখা, হাবিব ব্যাংক (ইউকে এবং বেলজিয়াম), ব্যাংক মাস্কট, দোহা ব্যাংক এবং কায়াক্সা ব্যাংক এবং মাশরেক ব্যাংক।
এমটিবি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই হাইব্রীড সমাপনী অনুষ্ঠানটিতে, এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, তাঁর সিনিয়র ম্যানেজমেন্ট টিম, মাশরেক ব্যাংকের চিফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, কাজী জিয়াউল ইসলাম, তাঁর টিম ও আইসিডির প্রতিনিধি হিসেবে ইউনিট হেড অব সিন্ডিকেশন, তাফসির আহমেদ শারীরিকভাবে উপস্থিত ছিলেন। এছাড়াও, মাশরেক ব্যাংকের এফআই ও এনবিএফআই-এর গ্লোবাল হেড, মোস্তফা আজিজ আতা সহ অংশীদার ব্যাংকগুলোর সকল প্রতিনিধি ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন। আতা এই অনুষ্ঠানে তাঁর বক্তব্যে – এমটিবি’র সাথে এই চুক্তি সাফল্যের সাথে সম্পন্ন হওয়ায় উচ্ছসিত প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমটিবি’র সাথে নতুন নতুন সম্ভাবনা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এমটিবি ডুয়েল ট্রাঞ্চ সিন্ডিকেটেড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি সম্পন্ন করার বিষয়ে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এমটিবি’র ডুয়েল ট্রাঞ্চ সিন্ডিকেটেড ফাইন্যান্সিং ফ্যাসিলিটির প্রতি বিশ্বব্যাংকের অভূতপূর্ব আগ্রহ দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং মাশরেক সহ সকল অংশীদারদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।”