শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি’র তৃতীয় বছরের মতো ‘পিসিআই ডিএসএস’ সার্টিফিকেট অর্জন

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ধারাবাহিকভাবে তৃতীয় বছরের মতো পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রী ডাটা সিকিউরিটি স্টান্ডার্ড (পিসিআই ডিএসএস) ভার্শন ৩.২.১ সার্টিফিকেট অর্জন করেছে। এমটিবি ২০১৯ ও ২০২০ সালেও এই সম্মানজনক কমপ্লায়ান্স সার্টিফিকেট অর্জন করে। এই সার্টিফিকেট গ্রাহকের কার্ডের বাড়তি নিরাপত্তা বিধান করে। সফ্টওয়্যার শপ লিমিটেড সার্টিফিকেশন প্রক্রিয়ায় স্থানীয় সহযোগী ও সমন্বয়কারী হিসেবে বিশেষ ভ’মিকা রাখে। এমটিবি’র, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান সফ্টওয়্যার শপ লিমিটেড-এর গ্রুপ উপদেষ্টা, আহমেদ কামাল খান চৌধুরীর হাত থেকে এমটিবি সেন্টার কর্পোরেট শাখা, গুলশান ১, ঢাকায় অনুষ্ঠিত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এমটিবি’র পক্ষে সার্টিফিকেটটি গ্রহণ করেন।
পিসিআই ডিএসএস সার্টিফিকেট ডিজিটাল ব্যবস্থায় আর্থিক সেবা প্রদানকারী যেকোনো প্রতিষ্ঠানের জন্য খুবই সন্মœানজনক। এই সার্টিফিকেট গ্রাহকদের কার্ডের তথ্য আরো নিরাপদ করবে। এমটিবি বাংলাদেশের কিছু সংখ্যক ব্যাংকের মধ্যে এমণ একটি ব্যাংক যারা ব্যাংকিং-এর ক্ষেত্রে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বজায় রাখে।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এমটিবি’র তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার, মোঃ শাফকাত হোসেন, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন, শ্যামল বরণ দাশ, চীফ ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল অফিসার, অমিতাভ কায়সার, হেড অব ইন্ফাস্ট্রাক্চার ডিভিশন, মোঃ আবু বকর সিদ্দিক, হেড অব কার্ডস, ঝন্টু গোমেজ, হেড অব কার্ড অপারেশন্স ডিপার্টমেন্ট, আজম খান, হেড অব কমিউনিকেশনস ডিপার্টমেন্ট ও মোঃ রবিউল আলম, হেড অব অলটারনেট ডেলিভারি চ্যানেল এবং সফ্টওয়্যার শপ লিমিটেড-এর রেজাউল ইসলাম, প্রধান নির্বাহী, শাহজাদা ম. রেদওয়ান, চীফ টেকনিক্যাল অফিসার ও মহিউদ্দিন তৌফিক, হেড অব ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস্ সহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুইটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ