বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি’র ২২তম এজিএম-এ ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন

প্রকাশঃ

গত ২৪ জুন, ২০২১ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এমটিবির গ্রুপ চেয়ারম্যান মোঃ ওয়াকিল উদ্দিন-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবি’র ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল মালেক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালকবৃন্দ, হেদায়েত উল্লাহ, রাশেদ আহমেদ চৌধুরী, ড. আরিফ দৌলা, এম. এ. রউফ জেপি, প্রকৌশলী মোঃ ওমর ফারুক (খাজা নারগিস হোসেনের প্রতিনিধি), আনিকা চৌধুরী, ড্যানিয়েল ডে ল্যাঞ্জ এবং তারিক উর রহমান, স্বতন্ত্র পরিচালকদ্বয়, নাসরিন সাত্তার ও ফারুক আহমেদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, কোম্পানী সেক্রেটারী, মালিক মুনতাসির রেজা, গ্রুপ প্রধান অর্থ কর্মকর্তা, মোহাম্মদ আমিনুল হক, এফসিএ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।

২০২০ সালে এমটিবি’র কর পরবর্তী নীট মুনাফা হয় ৯৭০.৩৯ মিলিয়ন টাকা এবং এমটিবি’র শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩১ টাকা। পূর্বের বছরের তুলনায় ২০২০ সালের শেষে ব্যাংকের মোট সম্পদ বৃদ্ধি পায় ৪.৮১ শতাংশ, আমানতের পরিমাণ লোপ পায় ০.৪৩ শতাংশ, ঋণ-অগ্রিম বৃদ্ধি পায় ৭.৪৬ শতাংশ। মূলধন পর্যাপ্ততার হার (ক্যাপিটাল এডিক্যুয়েসি রেশিও) ১২.৯২ শতাংশ। বর্তমানে দেশব্যাপী বিস্তৃত এমটিবি নেটওয়ার্ক-এর আওতায় ১১৮টি শাখা, ৩২টি উপ-শাখা, ৩১২টি এটিএম বুথ সহ ৬টি সিআরএম বুথ, ৪টি এয়ার লাউঞ্জ, ১৮টি কিয়স্ক, ১৬৪টি এজেন্ট ব্যাংকিং সেন্টার, ৩,২২০টি পয়েন্ট অব সেল (পিওএস), এসএমএস, ইন্টারনেট ব্যাংকিং এবং ২৪/৭ কণ্ট্যাক্ট সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত গ্রাহক সেবা দিয়ে আসছে।

ক্যাপশন: গত ২৪ জুন, ২০২১ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়, যেখানে ১০% স্টক ডিভিডেন্ট অুনমোদন করা হয়। অনুষ্ঠানে এমটিবির গ্রুপ চেয়ারম্যান মোঃ ওয়াকিল উদ্দিন-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবি’র ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল মালেক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী, এমটিবি’র পরিচালকবৃন্দ, হেদায়েত উল্লাহ, রাশেদ আহমেদ চৌধুরী, ড. আরিফ দৌলা, এম. এ. রউফ জেপি, প্রকৌশলী মোঃ ওমর ফারুক (খাজা নারগিস হোসেনের প্রতিনিধি), আনিকা চৌধুরী, ড্যানিয়েল ডে ল্যাঞ্জ এবং তারিক উর রহমান, স্বতন্ত্র পরিচালকদ্বয়, নাসরিন সাত্তার ও ফারুক আহমেদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, কোম্পানী সেক্রেটারী, মালিক মুনতাসির রেজা এবং গ্রুপ প্রধান অর্থ কর্মকর্তা, মোহাম্মদ আমিনুল হক, এফসিএ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ