বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি এবং ট্যাপ যৌথভাবে তিনটি সেবা চালু করেছে

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ট্রাস্ট আজিয়াটা পেমেন্ট (ট্যাপ), ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড-এর একটি মোবাইল আর্থিক পরিষেবা, সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকা-এ অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এমটিবি-এর অ্যাকাউন্টধারী ও যাদের ট্যাপ-এর সাথে একটি ওয়ালেট অ্যাকাউন্টও রয়েছে তাদের জন্য তিনটি পরিষেবা চালু করেছে । এই পরিষেবাগুলো চালু হওয়ার সাথে সাথে, এখন এমটিবি’র একজন অ্যাকাউন্টধারক তার এমটিবি অ্যাকাউন্ট থেকে ট্যাপ ওয়ালেটে, ট্যাপ ওয়ালেট থেকে এমটিবি অ্যাকাউন্ট-এ তহবিল স্থানান্তর করতে সক্ষম হবেন এবং তার সাথে এমটিবি অ্যাকাউন্ট লিঙ্ক করে ট্যাপ ওয়ালেট থেকে “অ্যাড মানি” করতে সক্ষম হবেন। এমটিবি এবং ট্যাপ-এর মধ্যে এই গুরুত্বপূর্ণ সহযোগিতার অধীনে, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে এই পরিষেবাগুলোর ভিত্তিতে অন্যান্য পরিষেবাগুলির একটি গুচ্ছ অফার করবে।

এই অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, খালিদ হোসেন, হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন, মুহম্মদ শামস্-উল-আরিফিন, হেড অব সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ও সল্যুশনস্ এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ট্যাপ -এর পক্ষে, শাহজালাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট, হেড অব সেলস্, ডিসট্রিবিউশন ও কমার্শিয়াল, হেফজুর রহমান, উপদেষ্টা, ফাইন্যান্স এবং ফসিহুল মোস্তফা তালাল, জেনারেল ম্যানেজার, হেড অব সেলস্ স্ট্র্যাটেজি, অপারেশন্স ও মার্চেন্ট ম্যানেজমেন্ট সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ