শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি এবং মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন-এর মধ্যে সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন এমটিবি’র ইসলামিক ব্যাংকিং উইং ‘ইয়াকিন’ পরিচালনার জন্য আন্তর্জাতিকভাবে শরীয়াভিত্তিক ও স্বীকৃতিপ্রাপ্ত ইসলামিক কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) ’আবাবিল’ স্থাপন করবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), ’আবাবিল’ স্থাপনের মাধ্যমে, তাদের গ্রাহকদের ‘ইয়াকিন’-এর আওতায় শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা দিতে সমর্থ হবে।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মাহমুদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই ভার্চুয়াল অনুষ্ঠানে মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন-এর পরিচালক, ফকরুজ জামান ও প্রজেক্ট ম্যানেজার, এএইচএম শাহিন এবং এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সৈয়দ রফিকুল হক ও চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক, তারেক রিয়াজ খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ