মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি এবং রহিম টেক্সটাইল মিলস্ লিমিটেড-এর মধ্যে  চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং নিউ এশিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান, রহিম টেক্সটাইল মিলস্ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় পে-রোল ব্যাংকিং সেবা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এমটিবি’র পে-রোল ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ মূল্য সহ ব্যাংকিং সেবা ও পণ্যের সমাহার এবং কার্ডের বৈচিত্র্য রয়েছে; উদাহরণস্বরূপ, স্যালারি অ্যাকাউন্ট, ক্রেডিট, ডেবিট এবং প্রি-পেইড কার্ড এবং বিনিয়োগের সুযোগ সুবিধা সমূহ যেমন টার্ম ডিপোজিট, মাসিক বেনিফিট স্কিম এবং ডিপিএস ইত্যাদি। এছাড়াও ব্যাংকের বিভিন্ন ধরনের ডিজিটাল ব্যাংকিং সল্যুশন রয়েছে যার মাধ্যমে ব্যাংকের পে-রোল গ্রাহকরা এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে অর্থপ্রদান, তহবিল স্থানান্তর, বিল পরিশোধ করতে পারে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে, এমটিবি’র হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন এবং রহিম টেক্সটাইল মিলস্ লিমিটেড-এর নির্বাহী পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এএফ জগলুল আহমেদ এনডিসি, পিএসসি, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রয়োজনীয় চুক্তিপত্র আদান-প্রদান করেন। এছাড়াও এমটিবি’র, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান এবং রহিম টেক্সটাইল মিলস্ লিমিটেড-এর নির্বাহী পরিচালক, মোঃ শাহীনুর রহমান ও প্রধান অর্থ কর্মকর্তা, মোঃ শাখাওয়াত হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ