সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর মধ্যে সম্প্রতি ইলেক্ট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ইসিপিএস)-এর অনলাইন ফি সংগ্রহ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, রাজউক-এর গ্রাহকরা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এবং এমটিবি’র বিভিন্ন শাখায় ইসিপিএস ফি পরিশোধ করতে পারবেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান, এ বি এম আমিন উল্লাহ নূরী এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর মোঃ আবু কাউসার মল্লিক, পরিচালক (অর্থ ও হিসাব) ও ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ হেলালী, প্রকল্প পরিচালক, আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট এবং এমটিবি’র মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস, মোঃ বখতিয়ার হোসেন, হেড অব ট্র্যানজ্যাকশন ব্যাংকিং ডিভিশন, মোহাম্মদ আশিক ইকবাল খান, ইউনিট হেড, ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ও আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ