রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি ও ডি-মানির যৌথ উদ্যোগে ডিজিটাল পরিষেবা উদ্বোধন

প্রকাশঃ

এমটিবি আনন্দের সাথে ঘোষণা করছে যে, তারা ডি মানি-এর সাথে ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বে প্রবেশ করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই তাদের গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী এবং সুবিধাজনক ডিজিটাল সমাধান প্রদান করতে সক্ষম হবে। ব্যাংকের কর্পোরেট হেড অফিস, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকা ১২১২-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন অংশীদারিত্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং ডি মানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

এমটিবি থেকে উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও, মোঃ খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এবং এমটিবি ডিজিটাল ব্যাংকিং-এর প্রধান, খালিদ হোসেন। ডি-মানি বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিত্ব করেন মাহবুবুল ইসলাম রনি, প্রধান প্রযুক্তি কর্মকর্তা, সিরাজ সিদ্দিকী (শাকিল), চিফ বিজনেস অফিসার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ