সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি ক্লাব-এর ৫ম এমটিবি ক্লাব ফুটবল উৎসবের আয়োজন

প্রকাশঃ

এমটিবি ক্লাব, তাদের বছরব্যাপী ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে, এমটিবিয়ানদের জন্য সংগঠনের মধ্যে কর্ম-জীবনের ভারসাম্য বজায় রাখার প্রয়াসে সম্প্রতি তাদের ৫ম এমটিবি ক্লাব ফুটবল উৎসবের আয়োাজন করে। ঢাকার মাদানী এভিনিউ-এ অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খেলার মাঠে অনুষ্ঠিত এই ফুটবল উৎসবে এমটিবি’র বিভিন্ন ডিভিশন, ডিপার্টমেন্ট ও ব্রাঞ্চ থেকে মোট ৩১টি দল অংশগ্রহণ করে।

ইউনাইটেড জায়ান্টস ৫ম এমটিবি ক্লাব ফুটবল উৎসবের চ্যাম্পিয়ন এবং রিস্ক অ্যাভেঞ্জারস্ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর চেয়ারম্যান, মোঃ আব্দুল মালেক ও পরিচালক, মোঃ হেদায়েত উল্লাহ তাঁদের প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে উৎসবটিকে আরো বর্ণিল কওে তোলেন। দিনব্যাপী প্রাণবন্ত আয়োজন শেষে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন। অন্যান্যদের মধ্যে, এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এমটিবি ক্লাবের প্রেসিডেন্ট, মোঃ খালিদ মাহমুদ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মোঃ বখতিয়ার হোসেন, শামসুল ইসলাম, মোঃ শাফকাত হোসেন ও উসমান রাশেদ মুয়ীন সহ অন্যান্য এমটিবিয়ান ও তাদের পরিবারের সদস্যরা এই ফুটবল উৎসবে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ