বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি নিয়ে এলো ‘এই সময়ের ইসলামি ব্যাংকিং’ ক্যাম্পেইন

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি তাদের এমটিবি ইয়াকিন গ্রাহকদের জন্য আধুনিক ইসলামি ব্যাংকিং সেবা ও সুবিধা প্রদানের লক্ষ্যে ‘এই সময়ের ইসলামি ব্যাংকিং’ ক্যাম্পেইন চালু করলো। এমটিবি ২০২১ সালে গ্রাহকদের প্রত্যাশা, আকাক্সক্ষা, পছন্দ ও সার্বিক প্রয়োজনগুলো অনুধাবন করে পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও সল্যুশন নিয়ে গ্রাহকদের জন্য নিয়ে আসে শরীয়াভিত্তিক ব্যাংকিং সমাধান ‘এমটিবি ইয়াকিন’। খুব অল্প সময়ের মধ্যে একটি আধুনিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকটি তার গ্রাহকদের কাছ থেকে যথেষ্ট সাড়া পেতে সক্ষম হয়েছে। এমটিবি’র এই ইসলামি ব্যাংকিং ইতোমধ্যেই রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং এবং কার্ডের অধীনে বিভিন্ন পণ্য ও পরিষেবা চালু করেছে।

এমটিবি ‘এই সময়ের ইসলামি ব্যাংকিং’ ক্যাম্পেইন সম্পর্কে প্রচারণার লক্ষ্যে একটি লঞ্চিং অনুষ্ঠান আয়োজন করে। এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান এবং হেড অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন, মোঃ আরিফ বিন ইদ্রিশ। অনুষ্ঠানে আগত অতিথিদের এই ক্যাস্পেইন সম্পর্কে জানানো হয়। অন্যান্যদের মধ্যে, এমটিবি শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য, মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ এবং মোঃ ফরিদউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এসময় বলেন – “আমরা আপনার জন্য নিয়ে এসেছি অনলাইন-অফলাইন আধুনিক সব সুবিধাযুক্ত পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং সেবা যা খুব সহজে আপনার প্রয়োজনীয় ব্যাংকিং চাহিদা পূরণ করতে সক্ষম হবে আপনার বিশ্বাস ও আদর্শকে অটুট রেখে।”

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ