মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি নিয়ে এলো ‘এমটিবি আইইবি কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড’

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি, শহীদ প্রকৌশলী ভবন, আইইবি’র প্রধান কার্যালয়, ঢাকা-এ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারর্স, বাংলাদেশ (আইইবি)-এর মেম্বারদের জন্য বিশেষ সুবিধাসম্বলিত ‘এমটিবি আইইবি কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড’-এর উদ্বোধন করে। আইইবি-এর প্রাক্তন প্রেসিডেন্ট, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার শামীম জেড. বসুনিয়া এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারর্স, বাংলাদেশ (আইইবি)-এর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোঃ শাহদাত হোসেন (শিবলু), অনাররি জেনারেল সেক্রিটারি, ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট, অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট, একাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইঞ্জিনিয়ার এস এম মনজুরুল হক, ভাইস প্রেসিডেন্ট, সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার এবং ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রিসোর্সেস ডেভেলপসেন্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষ থেকে গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস, মোঃ শাফকাত হোসেন, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন, আজম খান, হেড অব কমিউনিকেশনস ডিপার্টমেন্ট এবং মোঃ আবু বকর সিদ্দিক, হেড অব কার্ডস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমটিবি আইইবি কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডের গ্রাহকরা বিভিন্ন আকর্ষণীয় সুবিধা যেমন – প্রথম বছরের বার্ষিক ফি মওকুফ, লাউঞ্জকি-এর আওতায় ১১০০ টি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি প্রবেশাধিকার, দেশ জুড়ে এমটিবি এয়ার লাউঞ্জে ফ্রি প্রবেশাধিকার, মিট ও গ্রিট সার্ভিস, শুভেচ্ছাসূচক এমটিবি প্রটেকশন প্ল্যান, বাই ওয়ান গেট ওয়ান সহ আরো অনেক সুবিধা উপভোগ করতে পারবেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ