বুধবার, ২৬শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি ফাউন্ডেশন ও কাসেম ফাউন্ডেশনের মধ্যে রংপুর বিভাগে ‘আইসাইট রেস্টোরেশন ক্যাম্প’ বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি কাসেম ফাউন্ডেশনের সঙ্গে ‘আইসাইট রেস্টোরেশন ক্যাম্প’ বাস্তবায়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো রংপুর বিভাগের প্রত্যান্ত অঞ্চলের নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মানসম্মত চক্ষু সেবার সুযোগ নিশ্চিত করা। আইসাইট রেস্টোরেশন ক্যাম্পের মাধ্যমে রোগী স্ক্রিনিং, ওষুধ বিতরণ, চশমা প্রদান এবং ছানি অপারেশন, টেরিজিয়াম, ডিসিআর ও ডিসিটি সার্জারির মতো চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে। এ প্রকল্পের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩ এবং ৮ অর্জনে অবদান রাখবে।

এ উপলক্ষে এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী ও কাসেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, তাসভীর উল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও, চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামলকো, রেইস উদ্দীন আহ্মাদ, গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান, শাফায়েত উল্লাহ, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সুজন বড়–য়া এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন ১-এর প্রধান, মোহাম্মদ মামুন ফারুক। এছাড়াও কাসেম ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার, এ.বি.এম. আতিকুর রহমান ও এমটিবি ফাউন্ডেশনের গোলাম রাব্বানীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ