এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি কাসেম ফাউন্ডেশনের সঙ্গে ‘আইসাইট রেস্টোরেশন ক্যাম্প’ বাস্তবায়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো রংপুর বিভাগের প্রত্যান্ত অঞ্চলের নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মানসম্মত চক্ষু সেবার সুযোগ নিশ্চিত করা। আইসাইট রেস্টোরেশন ক্যাম্পের মাধ্যমে রোগী স্ক্রিনিং, ওষুধ বিতরণ, চশমা প্রদান এবং ছানি অপারেশন, টেরিজিয়াম, ডিসিআর ও ডিসিটি সার্জারির মতো চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে। এ প্রকল্পের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩ এবং ৮ অর্জনে অবদান রাখবে।
এ উপলক্ষে এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী ও কাসেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, তাসভীর উল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও, চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামলকো, রেইস উদ্দীন আহ্মাদ, গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান, শাফায়েত উল্লাহ, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সুজন বড়–য়া এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন ১-এর প্রধান, মোহাম্মদ মামুন ফারুক। এছাড়াও কাসেম ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার, এ.বি.এম. আতিকুর রহমান ও এমটিবি ফাউন্ডেশনের গোলাম রাব্বানীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।