এমটিবি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে, স্বীয় জীবণ উৎসর্গ করে জনহিতকর সাহসী কাজের স্বীকৃতিস্বরুপ এমটিবি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৯ম “ব্রেভারি এন্ড কারেজ” অ্যাওয়ার্ড প্রদান করা হলো মরহুম সৈয়দ শাহ্ আলমের পরিবারকে। মরহুম সৈয়দ শাহ্ আলম ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর দলনেতা। মে ২০, ২০২০ তারিখে পটুয়াখালিতে ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের সময় তিনি নিজের জীবণ বিপন্ন করে অসহায় এলাকাবাসিদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিতে নৌকায় করে তার দলের অন্যান্যদের সাথে কাজ করছিলেন। এরকম পরিস্থিতিতে পটুয়াখালির কলাপাড়া উপজেলার একটি খালে নৌকাডুবিতে তিনি মৃত্যু বরণ করেন।
এমটিবি’র চেয়ারম্যান, মোঃ ওয়াকিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল মালেক সহ এমটিবি’র পরিচালকবৃন্দ, সৈয়দ মঞ্জুর এলাহী ও রাশেদ আহমেদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান-এর উপস্থিতিতে, সম্প্রতি এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায়, মরহুম সৈয়দ শাহ্ আলমের পরিবারকে একটি সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চৌধুরী আখতার আসিফ, ভারপ্রাপ্ত গ্রুপ কোম্পানী সেক্রেটারি, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, গৌতম প্রসাদ দাস ও মোঃ খালিদ মাহমুদ খান এবং এমটিবি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সিইও, সামিয়া চৌধুরী সহ এমটিবি’র কর্মকর্তাবৃন্দ এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অদম্য সাহসী কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ নিঃস্বার্থ ও নির্ভীক মানুষদের এবং তাঁদের পরিবারবর্গের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এমটিবি, ২০১২ সালে, “ব্রেভারি এন্ড কারেজ অ্যাওয়ার্ড”-এর প্রচলন করে।