দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নট প্রেস রিজেক্ট) করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। অর্থাৎ আগামী ২ এপ্রিল সম্পূর্ণ আগের নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো: খসরুজ্জামান ও বিচারপতি মো: মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। গত সোমবার তাইমুর খান বাপ্পি নামে এক শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান এ রিট দায়ের করেন।
রিট আবেদনে কোভিড-১৯ মহামারী বিবেচনায় নিয়ে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা পেছানোর নির্দেশনা চাওয়া হয়।