শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, জিপিএ ৫ পেলো ২,৬৯০০০ শিক্ষার্থী

প্রকাশঃ

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে। এবার মোট জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন।

এছাড়া এবার গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। তবে গত বছর থেকে এই পাসের হার কম।

গত বছর এসএসসিতে পাস করেছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজারের বেশি।

এদিকে ২০২২ সালে এসে ছাত্রীরা জিপিএ ৫ পেয়েছে বেশি। এর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন। অন্যদিকে ছাত্রদের মধ্যে ১ লাখ ২১ হাজার ১৫৬ জন জিপিএ ৫ পেয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ছেলেদের পাসের হারের চাইতে মেয়েদের হার বেশি। মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৭১ শতাংশ, ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। সব বোর্ড মিলে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

অপরদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ৪২ শতাংশ, অপরদিকে ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ৭৫ শতাংশ।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ২০ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ