সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি পরীক্ষা আগস্টে হবে

প্রকাশঃ

এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষা ও এইচএসসি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) পরীক্ষা যথাক্রমে জুন ও আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পর্যালোচনা করা পাঠ্যক্রমগুলো আরও কিছু সম্পাদনা করার পর পুনর্বিন্যাস করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, চলতি বছরের (২০২২) এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী জুন থেকে আগস্ট মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।

এ ছাড়া পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে হবে বলেও জানিয়েছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ