‘এ চালান’ এর মাধ্যমে সরকারি রাজস্ব ফি গ্রহণের সেবা সম্প্রসারণ কর্মসূচি বিষয়ক মত বিনিময় সভা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এ ১৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান এবং মোহাম্মদ নাদিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ মাহমুদুর রহমান, আবেদ আহাম্মদ খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া। সকল জোনাল হেডগন এবং শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সকল শাখা ও উপশাখায় যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং গ্রাহক আয়কর, ভ্যাট, পাসপোর্ট এবং অন্যান্য সরকারি ফি সংক্রান্ত ১২৬টি সেবা ‘এ চালান’ এর মাধ্যমে সরাসরি জমা দিতে পারবেন।