বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ওমিক্রন প্রতিরোধী বুস্টার শটের ফেজ টু ক্লিনিকাল ট্রায়াল শুরু

প্রকাশঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে বুস্টার ট্রায়াল শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। বুধবার কোম্পানিটির প্রধান নির্বাহী স্টেফানি ব্যাঞ্চেল এ তথ্য জানিয়েছেন। সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওমিক্রন প্রতিরোধে করোনাভাইরাস প্রতিরোধী বুস্টার শটের ফেজ টু ক্লিনিকাল ট্রায়ালের অংশ হিসেবে একজনের শরীরে টিকা দেওয়া হয়েছে।

করোনা টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজার ও বায়োনটেক জানিয়েছে, তারাও ওমিক্রন প্রতিরোধী টিকার ট্রায়াল শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনা সংক্রমণের ৯৯.৯ শতাংশই ওমিক্রন। ০.১ শতাংশ ডেল্টা।

আরও পড়ুন : ওমিক্রন সংক্রমন রোধে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের ২৪টি স্থানে এ ট্রায়াল পরিচালিত হবে। এতে ৬০০ স্বেচ্ছাসেবক অংশ নেবেন। ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্য জনস্বাস্থ্য বিষয়ক নেতাদের জানানো হবে। যাতে তারা করোনা প্রতিরোধে বুস্টার ডোজের বিষয়ে প্রমাণ সাপেক্ষ সিদ্ধান্ত নিতে পারেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ