মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কক্সবাজার জেলার চকরিয়াতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৩৯তম শাখার উদ্বোধন

প্রকাশঃ

২৮ ডিসেম্বর ২০২২ইং তারিখে কক্সবাজার জেলার চকরিয়াতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ১৩৯তম শাখা হিসেবে চকরিয়া শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কক্সবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম, এমএ প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল করিম সাঈদী এবং চকরিয়া পৌরসভার মেয়র জনাব আলমগীর চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জনাব রাশেদ সরওয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু)।

তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বহদ্দার হাট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হোসাইন, ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব আখতার হোসেন, চকরিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জনাব কে এম নাসির উদ্দিন এবং পেকুয়া ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট উম্মে কুলসুম মিনু বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম, এমএ বলেন, ব্যাংক একটি সেবা প্রতিষ্ঠান, আর এই সেবা প্রতিষ্ঠান হিসেবে সমাজের সর্বস্তরের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস। শাহ্জালাল ইসলামী ব্যাংকের চকরিয়া শাখার মাধ্যমে অত্র এলাকার কৃষি থেকে শুরু করে সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ অবদান রাখবে। তাছাড়া বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য ব্যাংকিং সেক্টরের অবদান উল্লেখযোগ্য। চকরিয়া অঞ্চলের ক্ষুদ্র ও বৃহৎ সকল ধরণের ব্যবসায়ীদের পাশে থাকার জন্য ব্যাংক কর্তৃপক্ষের নিকট তিনি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল করিম সাঈদী বলেন, করোনাকালীন সময়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড অনেক জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে যা, অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো বলেন, আমরা বিশ^াস করি শাহ্জালাল ইসলামী ব্যাংক চকরিয়াতে পূর্ণ আস্থার সাথে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবে।

চকরিয়া পৌরসভার মেয়র জনাব আলমগীর চৌধুরী বলেন, চকরিয়া অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে শাহ্জালাল ইসলামী ব্যাংক আরো অধিকতর ভূমিকা রাখবে বলে তিনি তার বক্তব্যে আশা পোষণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ