সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনাভাইরাসে চীনে এ পর্যন্ত ১৩২ জনের মৃ্ত্যু ঘটেছে

প্রকাশঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা দিন দিন বেড়ে্ই চলছে এ পর্যন্ত এই ভাইরাসে ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাপান ও যুক্তরাষ্ট্রে উহান শহর থেকে চীনা নাগরিকদের সরিয়ে নিচ্ছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) চীনা গণমাধ্যম জানিয়েছে, বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো নতুন ভাইরাসে আক্রান্ত সংখ্যা ক্রমেই বাড়ছে। জাপান ও যুক্তরাষ্ট্রে দেশটির উহান শহর থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। দেশটিতে বসন্ত উৎসব বা ব্যস্ততম ভ্রমণ মৌসুমে উহান শহরসহ প্রায় ২০ শহরে ৫ কোটি ৬০ লাখেরও বেশি মানুষকে এ ভাইরাসের বিস্তার রোধে ভ্রমণে বাধা দেওয়া হয়েছে।

এদিকে, করোনা ভাইরাসের বিষয়ে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাস চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। সংস্থাটি চীনের বর্তমান পরিস্থিতিকে জরুরি অবস্থা বলে স্বীকার করেছে।

২০১৯ সালের শেষদিকে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানের একটি সি-ফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হয়।

ভাইরাসটির প্রাদুর্ভাব রাজধানী বেইজিংসহ বিভিন্ন প্রদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স ও কানাডা পর্যন্ত ছড়িয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ