রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফের সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশঃ

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঋণের কিস্তি পরিশোধ না করলেও ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রাহকদের খেলাপি না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মহা ব্যবস্থাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে অর্থনীতির অধিকাংশ খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নেতিবাচক প্রভাব দীর্ঘায়িত হওয়ার আশংকা থাকায় অনেক শিল্প, সেবা ও ব্যবসা খাত তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না।

এর ফলে গ্রাহকদের কথা বিবেচনায় রেখে গ্রাহকরা ঋণের কিস্তি পরিশোধ না করলেও ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের সকল ধরণের কিস্তি বন্ধ রেখে তাদের খেলাপি না করার নির্দেশ দেয়া হলো।

এছাড়া করোনা চলমান সময়ে ঋণ/বিনিয়ােগের উপর কোনরূপ দণ্ড সুদ বা অতিরিক্ত ফি (যে নামেই অভিহিত করা হােক না কেন) আরােপ করা যাবে না।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ