সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনার টিকা নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে কোন ক্রু ফ্লাইটে যেতে পারবেন না

প্রকাশঃ

বৈমানিক ও কেবিন ক্রুদের কভিড-১৯ ভ্যাকসিন নিতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে বলা হয়েছে, বৈমানিক ও কেবিন ক্রুরা টিকা নিয়ে ৪৮ ঘণ্টা অতিক্রম না হওয়া পর্যন্ত কেউ ফ্লাইটে যেতে পারবেন না। সম্প্রতি বেবিচক থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্সের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির সাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, করোনার সংক্রমনের হার অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় এয়ার ক্রুদের ( বৈমানিব ও কেবিন ক্রু) কোভিড-১৯ ভ্যাকসিন নিতে অনুরোধ করা হচ্ছে। ফ্লাইট সেফটি নিশ্চিত করতে ভ্যাকসিনের একটি ডোজ নেওয়ার ৪৮ ঘণ্টা পর্যন্ত কোন ক্রু ডিউটিতে যেতে পারবেন না। আর কোন ফ্লাইটে মাত্র একজন ক্রু একক ভাবে ডিউটি করতে হলে, তার ক্ষেত্রে ভ্যাকিসিন ৭২ ঘণ্টা পর্যন্ত ফ্লাইটে ডিউটি করতে পারবেন না। ভ্যকসিন নেয়ার পর কোন ক্রু যদি এর পার্শ্বপ্রতিক্রিয়ার টের পান তবে তাকে ফ্লাইটে ডিউটি থেকে বিরত রাখতে হবে। পাশাপাশি তাঁকে বেবিচকের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগর পরামর্শ দিয়েছে বেবিচক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ