ভারতে মাত্র ৪ দিনের ব্যবধানে প্রানঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও ১ লাখ বেড়েছে। সোমবার (২৭ জুলাই) পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত ১৪ লাখ পেরিয়ে গেছে। এদিন স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বুলেটিনে জানায়, মোট সংক্রমণ ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩ জন।
ভারতে মহামারি শুরুর প্রথম ১১০ দিনে আক্রান্ত এক লাখ ছাড়ায়। তার পর মাত্র ৬৯ দিনে আরও ১৩ লাখ রোগী পাওয়া গেছে। রবিবার (২৬ জুলাই) সকাল থেকে সোমবার পর্যন্ত ৪৯ হাজার ৯৩১ জনের করোনা পজিটিভ হয়েছে। গত শুক্রবার আক্রান্ত ১৩ লাখ অতিক্রম করেছিল।
একই সময়ে গোটা ভারতে ৭০৮ জন কোভিড রোগী মারা গেছেন। মোট প্রাণহানি ৩২ হাজার সাতশ ৭১ জন। সুস্থতার হার ৬৩ শতাংশের বেশি, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৯৯১ জন সুস্থ হয়েছেন। দেশে সুস্থ লোকের সংখ্যা ৯ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৪ লাখ ৮৫ হাজার ১১৪ জন।
একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে, ৯ হাজার ৪৩১ জন। একই সময়ে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে অন্ধ্রপ্রদেশ (৭৬২৭), তামিলনাড়ু (৬৯৮৬), কর্ণাটক (৫১৯৯) ও উত্তরপ্রদেশ (৩২৪৬)। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া শীর্ষ পাঁচ রাজ্য হলো মহারাষ্ট্র (২৬৭), তামিলনাড়ু (৮৫), কর্ণাটক (৮২), অন্ধ্রপ্রদেশ (৫৬), পশ্চিমবঙ্গ (৪০)।