বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরলেন মহামারি করোনায় থাইল্যান্ডে আটকে পড়া ৩৭ বাংলাদেশি ও থাই নাগরিক। শনিবার (২৬ জুন) বিকেলে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। রোববার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
করোনা মহামারি শুরু হওয়ার পরে এখন পর্যন্ত ১৫টি বিশেষ ফ্লাইটে থাইল্যান্ড থেকে বাংলাদেশিরা ফেরত এসেছেন।