রবিবার, ৪ঠা মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মৃত্যুবরণ করেছেন। সোমবার (২২ জুন) সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেখ ফরিদ উদ্দিন সোয়াদ ২০১০ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন । মৃত্যুর আগে রাজধানির মিরপুরের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, শেখ ফরিদ উদ্দিন সোয়াদের করোনা পজিটিভ ছিল।

সোয়াদের পারিবারিক সূত্র জানায়, গত ১২ জুন করোনা উপসর্গ দেখা দেয় সোয়াদের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ১৮ জুন তাকে প্লাজমাও দেওয়া হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার বছ‌রের এক ছেলে সন্তান রেখে গেছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ