সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস থেকে সাড়ে ৬ কেজি স্বর্ণ জব্দ

প্রকাশঃ

ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় ৪ কোটি ৫ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৫৪৭ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা। এ ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।

কাস্টমস গোয়েন্দার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল আজ সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। অভিযানে ৮ জন বাংলাদেশি যাত্রীর দেহ তল্লাশি করে ও রেক্টাম থেকে ৫৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন মো. সোহেল রানা (৪৭), বিল্লাল বেপারি (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬) ও মো. সুমন (৩৬)।

এ বিষয়ে কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ