শনিবার, ২৫শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

প্রকাশঃ

শিমুলিয়া ঘাটের ৪ নম্বর ফেরিঘাট নদীতে ভেঙে যাওয়ায় এবং ২ নম্বর ঘাট ভাঙনের ঝুঁকিতে থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী লঞ্চঘাট কর্তৃপক্ষ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শিমুলিয়া প্রান্তের ঘাটগুলো রাতে পদ্মার ভাঙনের মুখে পড়েছে। চার নম্বর ফেরিঘাট ভেঙে গেছে। দুই নম্বর ঘাটেও ভাঙন দেখা দিয়েছে। শিমুলিয়া ঘাট এলাকায় আকস্মিক ভাঙন দেখা দেওয়ায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, শিমুলিয়ায় ঘাট ভেঙে যাওয়ায় ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, চার নম্বর ফেরিঘাট ভেঙে গেছে। দুই নম্বর ঘাটে ভাঙন দেখা দিয়েছে। সব মিলিয়ে শিমুলিয়া ঘাট এলাকা ভাঙনের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণেই নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঘাট ঠিক করা হলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ