শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কাঁঠালের পুষ্টিগুণ

প্রকাশঃ

আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল। আম, জাম, কাঁঠাল, লিচু এই ফলগুলো গরমকালেই বেশি পাওয়া যায়। এসব ফলের মধ্যে কাঁঠাল খুবই গুরুত্বপূর্ণ ফল। এটি কাঁচা অবস্থায় যেমন রান্না করেও খাওয়া যায়। তেমনি পাকা কাঁঠালের মজাই আলাদা।

কাঁঠালের ৪-৫টি কোয়ায় ১০০ কিলোক্যালরি খাদ্যশক্তি থাকে। শরীরে ভিটামিন ‘এ’-এর অভাব দেখা দিলে ত্বক খসখসে হয়ে যায়, শরীরের লাবণ্যতা হারিয়ে যায়। এসব সমস্যা সমাধানে কাঁঠালের ভূমিকা অনেক। কাঁঠালের মধ্যে ভিটামিন ‘সি’ এবং কিছুটা ‘বি’ আছে।

জেনে নেওয়া যাক কাঁঠালের গুণগুলো:

– কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন, যা দেহের রক্তস্বল্পতা দূর করে। কাঁঠালে চর্বির পরিমাণ নিতান্ত কম।

– কাঁঠাল খাওয়ায় ওজন বৃদ্ধির আশঙ্কা কম থাকে এবং বদহজম রোধ করে।

– কাঁঠালে প্রচুর ভিটামিন এ আছে, যা রাতকানা রোগ প্রতিরোধ করে।

– চর্মরোগের সমস্যা সমাধানেও কাঁঠাল খুবই কার্যকরী।

– কাঁঠালে আছে বিপুল পরিমাণ খনিজ উপাদান ম্যাঙ্গানিজ, যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।

– কাঁঠালে ভিটামিন বি৬-এর উপস্থিতিতে যা হৃদরোগের ঝুঁকি কমায়।

– গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থ সন্তান বৃদ্ধি স্বাভাবিক হয়।

– কাঁঠাল হাড় মজবুত করে। কাঁঠালে রয়েছে ম্যাগনেসিয়াম, যা ক্যালসিয়াম শোষণ করে। ক্যালসিয়াম হাড়ের মজবুত করে এবং হাড়ের বিভিন্ন রোগ প্রতিরোধ করে।

100% Pass Guarantee Cisco 100-105 PDF Dumps

I started playing together. Mom, find someone to help ICND1 100-105 me, find the police to save me. Although the police guessed that the eight victims were not separated from each other, the three victims could not cooperate, and there was no Cisco 100-105 PDF Dumps way to characterize the encounter. Do you spend the Spring Cisco 100-105 PDF Dumps Festival in the detention center Yes, you can t go to the detention center. Originally, Liu Haizhu thought that as long Interconnecting Cisco Networking Devices Part 1 (ICND1 v3.0) as the roof was repaired, I knew that there were two leaks in http://www.passexamcert.com/100-105.html the three houses, and only one single bed on the far east could barely live. When Liu Cisco 100-105 PDF Dumps Haizhu threw the big bag into the driving 100-105 PDF Dumps position of the liberation truck, he heard a familiar voice Liu Haizhu This is not a small trick. Feng Wei had not had much contact with Hu Shiling and so on.

Zhang Qidao ICND1 100-105 Where is the head of the little man going Bai Shidao said I was sick because Interconnecting Cisco Networking Devices Part 1 (ICND1 v3.0) of the day before, Cisco 100-105 PDF Dumps and I made a wish to go to the Yue Temple outside the 100-105 PDF Dumps sour jujube. As long as he is instructed to say what is your brother doing, the younger brothers and sisters have a clear direction. There is always a place where art is hangover. Ming Zhe walked over and sat down with Wu Fei, Since I came back After you said Cisco 100-105 PDF Dumps that Mingyu Cisco 100-105 PDF Dumps s self reliance, you have been Cisco 100-105 PDF Dumps facing Mingyu. At ICND1 100-105 PDF Dumps that time, everyone was very angry.

After we understand the meaning of this turning point, we ICND1 100-105 will be united and united. We really think that the hands Cisco 100-105 PDF Dumps and the masters used and mastered in the hands are originally needles and dogs. The army, the air force, and the ICND1 100-105 PDF Dumps navy are struggling in the mud. In the past, I Cisco 100-105 PDF Dumps always said Only women and villains are difficult 100-105 PDF Dumps to raise and they Cisco 100-105 PDF Dumps are children. For the Interconnecting Cisco Networking Devices Part 1 (ICND1 v3.0) sake of reality, it is nothing to sacrifice a history that is not important to the present. Beth and compassion is used to describe the Bodhisattva without temperature.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ