কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ভবনটিতে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ডিউটি অফিসার মাহফুজ বলেন, সকাল সাড়ে ৬টায় ভবনটির টপ ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও কোনো হতাহতের তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহফুজ।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের পেছনের অংশে ঝুলন্ত তারে আগুন লেগে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ভবনের অন্যান্য ফ্লোরেও আগুন লেগে যায়। সেই সঙ্গে সেখানে থাকা এসিগুলোও বিস্ফরিত হয়।