শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কালাইয়ায় শাহেদা গফুর-ইব্রাহিম জেনারেল হাসপাতালকে মার্কেন্টাইল ব্যাংকের অ্যাম্বুলেন্স প্রদান

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে কালাইয়ায় অবস্থিত শাহেদা গফুর-ইব্রাহিম জেনারেল হাসপাতালকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম এর উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আজ বৃহষ্পতিবার আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ অ্যাম্বুলেন্স প্রদানের মাধ্যমে পটুয়াখালীর বাউফলের কালাইয়ার মানুষের পাশে থাকতে পেরে মার্কেন্টাইল ব্যাংক গর্বিত। এর মাধ্যমে স্থানীয় জনগণ জরুরী স্বাস্থ্যসেবা সহজে গ্রহণ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম এবং মুঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান শামীম আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ