রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কাল থেকে ইন্টারনেট ও ক্যাবল সেবা ৩ ঘণ্টা করে বন্ধ

প্রকাশঃ

বিকল্প ব্যবস্থা না করে রাজধানীতে ঝুলন্ত তার অপসারণ বন্ধসহ ছয় দফা দাবি গতকাল পর্যন্ত মেনে না নেয়ায় কাল থেকে প্রতীকী ধর্মঘটে যাচ্ছে ইন্টারনেট ও ক্যাবল সেবাদানকারীরা। কর্মসূচি চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা করে সারা দেশে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি ও টিভি ক্যাবল সংযোগ বন্ধ রাখা হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি আমিরুল হাকিম জানান, গতকাল শুক্রবার পর্যন্ত তাদের দাবি মেনে না নেয়ায় তারা রোববার থেকে প্রতীকী ধর্মঘটে যাচ্ছেন। তবে সিটি করপোরেশন আগামীকাল সকাল সাড়ে ১০টায় তাদের সাথে বৈঠকে বসার কথা। যেহেতু তাদের কর্মসূচি সকাল ১০টায় শুরু হবে। তাই ধর্মঘট চলা অবস্থায়ই তারা সিটি করপোরেশনের সাথে বৈঠকে বসবেন। যদি বৈঠক সফল হয় তবে সেখান থেকে পরবর্তী করণীয় জানানো হবে। আর দাবি না মানলে কর্মসূচি চলবে।

এর আগে গত ১২ অক্টোবর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয়। এতে জানানো হয়, ১৭ অক্টোবরের মধ্যে ছয় দফা দাবি মানা না হলে ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি ও টিভি ক্যাবল বন্ধ রাখা হবে।

এ কর্মসূচিকে প্রতীকী উল্লেখ করে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, বিকল্প কোনো কারিগরি ব্যবস্থা ও নোটিশ ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় সৌন্দর্যবর্ধনে ফাইবার ঝুলন্ত ক্যাবল অপসারণ করা হচ্ছে। এতে গত দুই মাসে তাদের অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাদের মতে, আগাম কোনো নোটিশ না দিয়ে লাখ লাখ ইন্টারনেট ও ক্যাবল টিভি গ্রাহকের সেবা নিশ্চিত না করে কোটি কোটি টাকার ঝুলন্ত ক্যাবল অপসারণ করা যৌক্তিক সমাধান নয়। এতে করে এক দিকে যেমন লাখ লাখ গ্রাহক নানা সেবা থেকে বঞ্চিত হবে। অন্য দিকে আইএসপি ও কোয়াবের লক্ষাধিক কর্মীসহ ৩৩টি স্যাটেলাইট টিভিতে কর্মরত অসংখ্য সাংবাদিক ও কর্মীরাও বেকার হয়ে পড়বে। এটা অমানবিক ও প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায়।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে, লাস্ট মাইল ক্যাবলের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোনো ঝুলন্ত ক্যাবল অপসারণ করা যাবে না। আইএসপিএবি, কোয়াব, বিটিআরসি, এনটিটিএন এবং সিটি করপোরেশনের সমন্বয়ে লাস্ট মাইল ক্যাবল স্থাপন করা হয়েছে কি নাÑ তা নিশ্চিত করতে একটি কমিটির মাধ্যমে সরেজমিন তদন্তের ব্যবস্থা করা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক বাসা বাড়ি, অফিসও ব্যাংকসহ সব পর্যায়ে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবার মূল্য নির্ধারণ। গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা স্বল্পমূল্যে দেয়ার লক্ষ্যে এনটিটিএনের মূল্য সরকারকে নির্ধারণ করা। এ ছাড়া এনটিটিএনগুলোর সার্বিক সক্ষমতা আছে কি নাÑ তা যাচাইয়ের ব্যবস্থা রাখা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ