বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কুমিল্লায় অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিএমএসএমই ঋণ বিতরণ

প্রকাশঃ

কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২য় পর্যায়ের প্রনোদনা প্যাকেজের আওতায় স্বচ্ছ প্রক্রিয়ায় সিএমএসএমই ঋণ প্রদান করলো অগ্রণী ব্যাংক লিমিটেড কুমিল্লা সার্কেল। সম্প্রতি কুমিল্লার ফান টাউন হলে অগ্রণী ব্যাংক লিমিটেড কুমিল্লা সার্কেল কর্তৃক আয়োজিত চলতি মূলধন ঋণের গ্রাহক, সিএসএমই ঋণ গ্রাহক, কৃষি ঋণ গ্রাহক এবং নারী উদ্যোক্তা গ্রাহকদের নিয়ে মিট দ্য কøায়েন্টস ও  মিট দ্য বরোয়ার এবং খেলাপী ঋণ আদায় অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। তিনি এ সময়ে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্যে সিএমএসএমই এর আওতাভুক্ত নতুন স্বাভাবিক ঋণ ২.২১ কোটি টাকা, সিএমএসএমই খাতে ১৬.১০ কোটি টাকা, নারী উদ্যেক্তা খাতে ৪০.০০ লক্ষ টাকা, কৃষকের কৃষি ঋণ ১.১১ কোটি টাকা এবং দেশে ফেরত প্রবাসীদের মধ্যে ঘরে ফেরা ঋণ ৭২.০০ লক্ষ টাকাসহ সকল ঋণের চেক গ্রাহকদের মধ্যে হস্তান্তর করেন এবং তাৎক্ষনিকভাবে খেলাপী ঋণ আদায় করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান গাজী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল একাউন্টস ডিভিশনের মহাব্যবস্থাপক,সিএফও মনোয়ার হোসেন এফসিএ, ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক ড.মোঃ আব্দুল্লাহ আল মামুন, রিকভারি ডিভিশনের মহাব্যবস্থাপক মোঃ আশেক এলাহী।  কুমিল্লা সার্কেল মহাব্যবস্থাপক  মোঃ আবুল বাশার এর সভাপতিত্তে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সার্কেলাধীন ৫টি অঞ্চলের অঞ্চল প্রধান ও ৫টি অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ গ্রাহকবৃন্দ। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে তিনি ৫টি অঞ্চলের অঞ্চল প্রধান ও ১১৪টি শাখার শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় করেন এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর বার্ষিক সমাপনীকে সামনে রেখে অনাদায়ী ঋণ আদায়সহ সকল সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান গাজী, মোঃ আনোয়ারুল ইসলাম ঋণ বিতরণ এবং আদায় নিয়ে প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।  এছাড়াও  সেন্ট্রাল একাউন্টস ডিভিশনের মহাব্যবস্থাপক,সিএফও মনোয়ার হোসেন এফসিএ অগ্রণী ব্যাংক এর সার্বিক বিষয় নিয়ে তথ্য ভিত্তিক  দলিল উপস্থাপন করেন এবং মহাব্যবস্থাপক (ক্রেডিট) মোঃ আব্দুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক (রিকভারি) মোঃ আশেক এলাহী ঋণ বিতরণ এবং আদায় নিয়ে প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এ ধরনের মিট দ্য বরোয়ার অনুষ্ঠান আয়োজনের জন্য স¤্রাট ফ্লাওয়ার মিল, সিলভার ডেভেলপার, মিয়ামি রেষ্টুরেন্ট এর মালিকপক্ষ  ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ