রবিবার, ২৬শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কুয়াকাটা সৈকতে ভেসে এলো জীবিত ডলফিন

প্রকাশঃ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো ৮ ফুট দৈর্ঘ্যরে একটি জীবিত ডলফিন। আজ রবিবার (২২ মে) সকাল নয়টায় সৈকতের আন্ধারমানিক নদীর মোহনায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় তারা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং জালে পেচানো ছিল। এটি জীবিত অবস্থায় ভেসে আসলেও সকাল ১০টার দিকে ডলফিনটি মারা যায়।

ডলফিনটির পেটে বাচ্চা রয়েছে বলে দাবি করেছেন ওয়ার্ল্ডফিসের জীববৈচিত্র্য প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ প্রথমবারের মতো কুয়াকাটা সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির মাঠ সমন্বয়কারী জিএম মাসুম বিল্লাহ বলেন, এটি ইরাবতি ডলফিন। এরা উপকূল বা নদীর মোহনায় বিচরণ করে থাকে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ