সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ২৬শ’ কোটি টাকা নিল

প্রকাশঃ

কেন্দ্রীয় ব্যাংক বিলের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে আড়াই বছর পর বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে । সোমবার ৭ ও ১৪ দিন মেয়াদি বিলের প্রথম নিলামে কয়েকটি ব্যাংক প্রায় ৬ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার আবেদন করে। এর বিপরীতে বার্ষিক এক শতাংশের কম সুদে ২ হাজার ৬০৫ কোটি টাকা তুলেছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্নিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম নিলামে ৭ দিন মেয়াদি বিলের মাধ্যমে বার্ষিক মাত্র শূন্য দশমিক ৫৪ শতাংশ তথা ৫৪ পয়সা সুদে তোলা হয়েছে এক হাজার ৫০৫ কোটি টাকা। আর ১৪ দিন মেয়াদি বিলে ১১শ’ কোটি টাকা তোলা হয়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ তথা ৭৫ পয়সা সুদে। বুধবার ৩০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম হওয়ার কথা রয়েছে। অধিকাংশ ব্যাংকে প্রচুর অলস টাকা পড়ে থাকায় এতো কম সুদের পরও ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় মালিকানার একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির কারণে কম সুদে টাকা খাটানোর এক ধরনের প্রতিযোগিতা রয়েছে। বর্তমানে আন্ত:ব্যাংক কলমানিতে সর্বনিন্ম ১ শতাংশ এবং আন্ত:ব্যাংক রেপোতে শূন্য দশমিক ৭৫ শতাংশ বার্ষিক সুদহার নির্ধারিত আছে। সর্বনিন্ম এই সুদে টাকা খাটানোর পরও অধিকাংশ ব্যাংকের কাছে অলস টাকা থাকছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তো আর এই টাকা বাণিজ্যিক কাজে ব্যবহার করবে না। ফলে যেটুকু সুদ দিচ্ছে একেবারে ফেলে না রেখে তাতেই ব্যাংকগুলো খুশি।

কেন্দ্রীয় ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হয় সর্বশেষ ২০১৯ সালের ৩ জানুয়ারি । ওই দিন একটি ব্যাংক মাত্র শূন্য দশমিক শূন্য ২ শতাংশ তথা ২ পয়সা সুদে ৭ দিনের জন্য ১৫০ কোটি টাকা রেখেছিল। এরপর থেকে নিলাম বন্ধ ছিল। বাজারে উদ্বৃত্ত তারল্য বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীকে চিঠি দিয়ে নিলামের বিষয়টি অবহিত করা হয়।

আশানুরুপ ঋণ চাহিদা না থাকায় গত জুন শেষে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকগুলোর সিআরআর সংরক্ষণের পর অলস পড়ে আছে ৬২ হাজার ৫০০ কোটি টাকা। একই সময়ে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার কোটি টাকা। এ অর্থ যেন অনুৎপাদনশীল খাতে গিয়ে মূল্যস্ম্ফীতির ওপর চাপ তৈরি করতে না পারে সে জন্য এভাবে টাকা তোলা হচ্ছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ