শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

কেরাণীগঞ্জের আঁটিবাজারে এক্সিম ব্যাংকের উপশাখা উদ্বোধন

প্রকাশঃ

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আরও কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কেরাণীগঞ্জের আঁটিবাজারে এক্সিম ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর ২০২২ কেরাণীগঞ্জ শাখার অধীনে পরিচালিত এই উপশাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোঃ আব্দুল বারী এবং সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা দক্ষিণের রিজিওনাল ম্যানেজার মাকসুদা খানম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জের তারানগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন ফারুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মোঃ আব্দুল বারী বলেন, এক্সিম ব্যাংক একটি আধুনিক প্রযুক্তিবান্ধব ইসলামি ব্যাংক। এই ব্যাংকের অগ্রগতির পেছনে রয়েছে গ্রাহকদের আন্তরিক সহযোগিতা। তিনি গ্রাহকদের এই সহযোগিতা অব্যহত রাখার জন্য অনুরোধ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপশাখা উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আঁটিবাজার উপশাখার মাধ্যমে এ এলাকার জনগণ এক্সিম ব্যাংকের আন্তরিক সেবা পাবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ