দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১০ হাজার ১৮২ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৫৬৬ জন (৭৪ দশমিক ৩১ শতাংশ) এবং নারী ২ হাজার ৬১৬ জন (২৫ দশমিক ৬৯ শতাংশ)।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, করোনায় মোট মৃতের মধ্যে ৯৭ দশমিক শূন্য দুই শতাংশের বয়স ত্রিশ বছরের বেশি। বয়সের হিসেবে শূন্য থেকে ১০ বছর বয়সী ৪০ জন (শূন্য দশমিক ৩৯ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৭১ জন (শূন্য দশমিক ৭০শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১৯২ জন (৫ দশমিক ৩৪ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫০৫ জন (৪ দশমিক ৯৬ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ১ হাজার ১৩৩ জন (১১ দশমিক ১৩ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী ২ হাজার ৫০৩ জন (২৪ দশমিক ৫৮ শতাংশ) এবং ৬০ বছরের ঊর্ধ্বে ৫ হাজার ৭৩৮ জন (৫৬ দশমিক ৩৫ শতাংশ)।