ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিইইএস) ও মেঘনা ব্যাংক লিমিটেডের মধ্যে সম্প্রতি ২০০ কোটি টাকা তহবিল উত্তোলন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান, ঢাকায় প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন এবং বিইইএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম রবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিইইএস-এর নির্বাহী পরিচালক জনাব ইকবাল আহমেদ, মেঘনা ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং প্রধান জনাব কিমিয়া সাদাতসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির আওতায় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে বিইইএস-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমে (কৃষি এবং অ-কৃষি উভয় ক্ষেত্রেই) অর্থায়নের জন্য ২০০ কোটি টাকা তহবিল সংগ্রহের জন্য মেঘনা ব্যাংক লিমিটেড লিড এরেঞ্জার এবং এজেন্ট হিসাবে কাজ করবে।