সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

খেলাপির কারণে ঋণের সুদ হার বাড়ছে

প্রকাশঃ

ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বড় সমস্যা খেলাপী ঋণ। এই খেলাপী ঋণের কারণে ঋণগ্রহীতাদের সুদ হার গড়ে ১ শতাংশ বেশি দিতে হচ্ছে। সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে বড় ঋণ মনিটর, ঋণ আদায়ে কার্যকর পদ্ধতি অবলম্বন, সরকারি-বেসরকারি ব্যাংকে সুশাসন নিশ্চিত ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডিসিসিআইয়ের সভাপতি ওসামা তাসীর। ২০১৯ সালের বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিসিসিআই সহসভাপতি ইমরান আহমেদ, পরিচালক আশরাফ আহমেদ, দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, হোসেন এ সিকদার, কে এম এন মঞ্জুরুল হক প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়,  ’খেলাপি ঋণ’ ব্যাংকিং খাতের বোঝা হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ প্রায় লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। মোট বিতরণকৃত ঋণের ১১.৪৫ শতাংশই এখন খেলাপি।

খেলাপি ঋণের কারণে বড় ধরনের লোকসান গুনছে ব্যাংকগুলো। সুদহার সিঙ্গেল ডিজিটে আনা হলে আরও সমস্যায় পড়বে ব্যাংকগুলো। সেই খেলাপি ঋণের কারণেই ঋণগ্রহীতাদের এক শতাংশ বেশি সুদ দিতে হচ্ছে। তাই সুদহার কমাতে হলে খেলাপি ঋণ কমানোর কোন বিকল্প নেই। এমন পরিস্থিতিতে বিনিয়োগ বাড়ানোসহ অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যাংক খাতের সংস্কার জরুরি।

ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর বলেন, বিনিয়োগ বাড়াতে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামানোর কোনো বিকল্প নেই। এ নিয়ে ব্যাংকগুলোর ওপর সরকারের একটি নৈতিক চাপও আছে। কিন্তু ব্যাংকগুলো বলছে, খেলাপি ঋণের কারণে সুদহার কমাতে পারছে না তারা। এমন পরিস্থিতিতে বিনিয়োগ বাড়ানোসহ অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যাংক খাতের সংস্কার জরুরি।

করপোরেট ট্যাক্স হ্রাস ও ভ্যাট হার কমিয়ে আনার আহ্বান জানিয়ে ওসামা তাসীর বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে দেশে করপোরেট ট্যাক্স হার সবচেয়ে বেশি। প্রগ্রেসিভ হারে করপোরেট করহার সব স্তরে ২০১৯-২২ অর্থবছরে পর্যায়ক্রমে ৫, ৭ ও ১০ হারে হ্রাস করা প্রয়োজন।

অবকাঠামো খাত নিয়ে তিনি বলেন, অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করার জন্য বাংলাদেশে বন্ড মার্কেট চালু করা দরকার। বাংলাদেশে বন্ড মার্কেটের সম্ভাবনা বিষয়ে এপ্রিলে ডিসিসিআই একটি সম্মেলনের আয়োজন করবে।

Most Popular Cisco 300-085 Cert

Under the Implementing Cisco Collaboration Application v1.0 (CAPPS) illumination of the candlelight on the table, it seems that it is CCNP Collaboration 300-085 not wine, like a bonfire Cisco 300-085 Cert hidden in a black cave, like a disenchantment and a 300-085 Cert squat in the hands of a light grip, like a black gauze The woman with Cisco 300-085 Cert red and black lips in her skirt was soaked in the music of the wine Cisco 300-085 Cert and the dim light and shadow. Cisco 300-085 Cert The biggest sequel is that she has no experience in dealing with ordinary men and women. After he slept, he asked her with enthusiasm and pity for a long and warm time.

As time went by, Lily gradually felt that this was boring. Do you think, now there is nothing wrong with copying the house I want to, just take it What I want is a soft thing. Yunwei, I did not expect you to leave such a letter to me, so you really regret it The tone in your letter is so CCNP Collaboration 300-085 cold, is this letter written at the time When I wrote it, my heart was 300-085 Cert definitely full of Cisco 300-085 Cert hatred for me. He is diligent, no matter what the factory owner told him to do, he always tried his best to finish it as soon as possible, never drag and slack he mastered the technology fast, just because he was a child, he was smart, and it is Implementing Cisco Collaboration Application v1.0 (CAPPS) easy to learn this uncomplicated papermaking technology. The centrifugation of the people is Cisco 300-085 Cert even more Cisco 300-085 Cert horrible, no longer smiles, no more condolences, no food or even lead. You can sing instead of singing in Nanyang What Changsheng was frightened by the words of his Cisco 300-085 Cert grandfather and took a step back.

As a result, he allocated the 420,000 yuan to the right hand side to 160,000 and to the password box to 260,000. Jia Cheng said that I Cisco 300-085 Cert am a blind man, she can not take off, I think it is similar. Cisco 300-085 Cert How do you from Cisco 300-085 Cert my description, will suddenly fancy to make such a non border problem Xiao Qin Zi replied, I did http://www.testkingdump.com/300-085.html not expect to CCNP Collaboration 300-085 ask this question. Mahjong master calligraphy calligraphy solemn solemn, spacious broom Zizhen often read appreciation, endless aftertaste. You offer it.Jiacheng can not think of ready to start a slap in the face.Chen Yilong also prepared early, read the price of not afraid of the meat does not jump, only Implementing Cisco Collaboration Application v1.0 (CAPPS) said a word, revealing his inner truth no wonder everyone said, deaf eye blind people, the heart is quiet, concentrate on Brain, 300-085 Cert Cisco 300-085 Cert so I will calculate people, calculate things, I served.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ