মঙ্গলবার, ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

খেলার মাঠ ও পার্ক উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইউসিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশঃ

সবুজ, নির্মল ও শিশুবান্ধব চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এক যুগান্তকারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। ১৮ মে ২০২৫ তারিখে ইউসিবির প্রধান কার্যালয়ে এক আন্তরিক ও উৎসবমুখর আয়োজনে এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্ক সংলগ্ন পরিত্যক্ত একটি খেলার মাঠকে আধুনিক সুবিধা সংবলিত, নিরাপদ ও আকর্ষণীয় শিশু-কিশোরদের বিনোদনকেন্দ্রে রূপ দেওয়া হবে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, ইউসিবির সম্মানিত চেয়ারম্যান জনাব শরীফ জহিরসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন এ সময় বলেন, ‘পরিবেশবান্ধব ও সবুজ চট্টগ্রাম গঠনে বেসরকারি খাতের এমন অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুপ্রেরণামূলক।’

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও আনন্দময় পরিবেশ গড়ে তোলার যেকোনো প্রয়াসে ইউসিবি সবসময় পাশে থাকবে।’

চট্টগ্রাম শহরের প্রায় ৭০ লক্ষ মানুষের মধ্যে শিশু-কিশোরদের জন্য নিরাপদ খেলার মাঠ ও মুক্ত পরিবেশের অভাব আজ এক বাস্তবতা। নগরায়ণের চাপের মধ্যে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পথকে মসৃণ করতে সিসিসি ও ইউসিবির এই যৌথ উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়।

চার দশকেরও বেশি সময় ধরে ইউসিবি কেবল আর্থিক সেবা নয়, সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। শিশুদের জন্য একটি প্রাণবন্ত, সুরক্ষিত ও আনন্দঘন খেলার পরিবেশ গড়ে তোলার এই মহতী প্রয়াসে ইউসিবি আবারও তার মানবিক অবস্থানকে সুদৃঢ় করলো।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ